চেন্নাই, 27 জুন : মিনিয়াপোলিসের ছায়া এবার ভারতেও । হাজতে ঢোকানোর আগে বাবা ও ছেলেকে বেধড়ক মার পুলিশের । তামিলনাড়ুর তুতিকোরিনের ঘটনা । ভিডিয়োটি ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে ।
লকডাউনে এখন দোকানপাট খোলা রাখার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে প্রতিটি রাজ্য । তার বেশি সময় দোকান খোলা রাখা যাবে না । তুতিকোরিনেও একই নিয়ম ধার্য্য । তুতিকোরিনে একটি মোবাইলের দোকান রয়েছে পি জয়রাজের । সেই দোকান নির্ধারিত সময়ের বেশি সময় খোলা ছিল গতকাল । আর এই কারণেই পুলিশের হাতে বেধড়ক মার খেতে হল পি জয়রাজ ও তাঁর ছেলে ফেনিকসকে । এলোপাথারি মারের পরে সোজা ঢুকিয়ে দেওয়া হয় হাজতে । এর ঘণ্টা চারেকের মধ্যেই প্রাণ হারান জয়রাজ ও তাঁর ছেলে । পরিবারে অভিযোগ, সাথানকুলম থানায় তাঁদের উপর অত্যাচার চালিয়েছে পুলিশ ।
এদিকে ঘটনার জেরে প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে । টুইট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া । টুইটে তিনি লেখেন, "শোনার পর থেকে এটাই মাথায় ঘুরপাক খাচ্ছে । আমি স্তব্ধ, শোকাহত ও একইসঙ্গে বিরক্ত । সে যেই হোক, কোনভাবেই এমন নিশংসতা করা যেতে পারে না তাঁর উপর । এই অপরাধের শাস্তি হওয়া দরকার । আমাদের আরও তথ্য প্রয়োজন । তাঁদের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে, তা ভাবতেও পারছি না ।"
জর্জ ফ্লয়েডের মৃত্যুর খবর সামনে আসার পর যেভাবে বলিউডে প্রতিবাদের ঝড় উঠেছিল, গতকালে ঘটনায় প্রিয়াঙ্কা চোপড়া ও গুটিকয়েক শিল্পী ছাড়া সেভাবে কাউকেই সরব হতে দেখা যায়নি । সেই সূত্র ধরেই টুইট করেছেন গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি । টুইটে তিনি লেখেন," প্রিয় বলিউড তারকারা, আপনারা কি শুনেছেন তামিলনাড়ুতে কী হয়েছে ? নাকি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকটিভিজ়ম শুধুমাত্র অন্যদেশের ক্ষেত্রে সীমাবন্ধ ? ভারতে এমন অনেক জর্জ ফ্লয়েড রয়েছে । এমন পুলিশি নিগ্রহ ও যৌন নির্যাতনের ঘটনা সত্যিই হৃদয় বিদারক ।"
টুইট করেছেন শিখর ধাওয়ানও । জয়রাজ ও ফেনিক্সের সঙ্গে যে ধরনের নৃশংসতা হয়েছে তা বিভৎস । আমাদের এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া দরকার । তাঁদের পরিবার যাতে বিচার পায়, তার দিকেও লক্ষ্য দেওয়া দরকার ।"
ঘটনার জেরে সমালোচনার ঝড় বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ঘটনায় জড়িত দুই সাব-ইনস্পেক্টরসহ মোট চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে । তামিলনাড়ুতে পুলিশ প্রশাসনের দায়িত্ব রয়েছেন মুখ্যমন্ত্রী পালিনীস্বামী । তিনি মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেও এখনও পর্যন্ত পুলিশি নির্যাতনের বিষয়ে মুখে কুলুপ এটে রয়েছেন । জয়রাজ ও ফেনিক্সের পরিবারকে 25 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনের জন্য তামিলনাড়ু রাজ্য সরকারের অধীনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন । পালিনীস্বামীর বিরোধী শিবির DMK, 25 লাখ টাকা আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন ।