পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ

NRC নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক বিরোধিতায় রাজি নন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, "তালিকা যেন ত্রুটি-মুক্ত হয় । প্রকৃত নাগরিক যেন রেজিস্টারে তাঁর নাম দেখতে পান ।"

তরুণ গগৈ

By

Published : Aug 30, 2019, 7:29 PM IST

Updated : Aug 30, 2019, 8:34 PM IST

গুয়াহাটি, 30 অগাস্ট : জাতীয় নাগরিকপঞ্জি (NRC)-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামীকাল । গোটা রাজ্যের নজর এখন সেদিকেই । অনেকের চিন্তা, হঠাৎ করে 'বিদেশি' হয়ে যেতে হবে না তো ! সরকার অবশ্য আশ্বাস দিয়েছে । জানিয়ে দিয়েছে, তালিকায় নাম না উঠলেও চিন্তার কারণ নেই । সঠিক তথ্যপ্রমাণ দিতে পারলে গরিবদের জন্য আইনি সহায়তার ব্যবস্থা করবে রাজ্য । তারপরও দুশ্চিন্তায় প্রথম তালিকায় নাম না ওঠা প্রায় 40 লাখ অসমবাসী ।

NRC নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক বিরোধিতায় রাজি নন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, "তালিকা যেন ত্রুটি-মুক্ত হয় । প্রকৃত নাগরিক যেন রেজিস্টারে তাঁর নাম দেখতে পান ।"

তরুণ গগৈর বক্তব্য

ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ গগৈ বলেন, "NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বহু মানুষ ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় । আমরা চাই, সরকার এই বিষয়ে পদক্ষেপ করুক । যারা প্রকৃত ভারতীয় তাদের যেন নাম ওঠে । আমরা তাদের সঙ্গেই আছি । সে হিন্দু হোক, মুসলিম হোক, অহমিয়া হোক বা বাঙালি । আমাদের সমর্থন তাদের দিকেই থাকবে । যদি না হয় (নাম চূড়ান্ত তালিকায় না উঠলে), তাহলে ফরেনারস ট্রাইবুনাল, হাইকোর্ট এমন কী সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব ।"

ত্রুটি-মুক্ত তালিকা তৈরি হলে NRC নিয়ে রাজনীতির জায়গা থাকবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । বলেন, "সবকিছু নির্ভর করছে সরকার কীভাবে পরিস্থিতি সামলাবে তার উপর । সঠিকভাবে পরিস্থিতি সামাল দিলে, ত্রুটি-মুক্ত তালিকা হলে রাজনীতির প্রশ্নই নেই ।"

Last Updated : Aug 30, 2019, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details