দিল্লি, 8 ডিসেম্বর : 9-14 ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব সফরে যাচ্ছেন সেনাপ্রধান এমএম নারাভানে ৷ প্রথমবার এই দুই দেশে সফরে যাচ্ছেন তিনি ৷
আগামীকাল আরব আমিরশাহী ও সৌদি আরব সফরে যাচ্ছেন সেনাপ্রধান - সেনাপ্রধান
সেনাপ্রধান 9-10 ডিসেম্বর পর্যন্ত আরব আমিরশাহীতে থাকবেন ৷ সেখানকার সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন তিনি ৷
9-14 ডিসেম্বর পর্যন্ত দুই দেশের সফরে গেলেন সেনাপ্রধাব এমএম নারাভানে
এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনাপ্রধান 9-10 ডিসেম্বর পর্যন্ত আরব আমিরশাহীতে থাকবেন ৷ সেখানকার সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন তিনি ৷
তারপর সেনাপ্রধান সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন ৷ সেখানে 13 ও 14 ডিসেম্বর তিনি থাকবেন ৷