দিল্লি, 30 ডিসেম্বর : তিন বাহিনীর প্রধান হচ্ছেন জেনেরাল বিপিন রাওয়াত । আগামীকাল সেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সেনা বিষয়ক দপ্তরের প্রধান বা চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বসানো হতে চলেছে তাঁকে । তিনিই হচ্ছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ।
দীর্ঘদিন ধরে চিফ অফ ডিফেন্স স্টাফ-এর দাবি উঠছিল দেশের সেনা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মহল থেকে । কার্গিল যুদ্ধের পর দেশের তিন বাহিনীর পারদর্শিতা খতিয়ে দেখতে গঠিত কমিটি চিফ অফ ডিফেন্স স্টাফ পদটির সুপারিশ করে । কিছুদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় । তারপর গত 15 অগাস্ট পদটির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই পদে কে বসবেন তা নিয়ে এতদিন জল্পনা চলছিল । তবে বিভিন্নে সময়ে নাম উঠেছিল বিপিন রাওয়াতের । আজ তাঁর নাম ওই পদের জন্য ঘোষণা করা হয় । আগামীকাল অবসরের পর বুধবার এই নতুন পদে দায়িত্ব নেবেন তিনি ।