দিল্লি, 7 অগাস্ট : জম্মু-কাশ্মীরের সদ্য প্রাক্তন উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ শনিবার রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেবেন ।
বুধবার জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে ইস্তফা দেন গিরিশচন্দ্র মুর্মু ৷ ওইদিন তিনি রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দের কাছে পদত্যাগপত্র জমা দেন ৷ এরপর তাঁকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হবে বলে জল্পনা শুরু হয় ৷ সেই জল্পনাই সত্যি হল ৷ জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে তাঁর পদত্যাগের 2 দিনের মধ্যে তাঁকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ এই পদে কর্মরত রাজীব মেহঋষির মেয়াদকাল এই সপ্তাহে শেষ হচ্ছে । 8 অগাস্ট 65 বছর পূর্ণ হচ্ছে তাঁর । তাই তড়িঘড়ি তাঁর জায়গায় মুর্মুকে নিয়োগ করা হল ৷ অডিটর জেনেরাল সাংবিধানিক পদ হওয়ায় এই পদ খালি রাখা যায় না ৷