দিল্লি, 22 এপ্রিল : বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা এপ্রিল-মে মাসের বেতন পাবেন না । বুধবার গার্মেন্টস এক্সপোর্টারস অ্যান্ড ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন (GEMA) এই কথা জানিয়েছে । সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক লকডাউন চলছে । এই কারণে পোশাক তৈরি ও রপ্তানিতে নিযুক্ত শ্রমিকদের এপ্রিল ও মে মাসে বেতন দেওয়ার মতো অবস্থায় তারা নেই। এই সংস্থাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দুই মাস শ্রমিকদের মজুরি প্রদানের জন্য আবেদন করেছে। GEMA-র সভাপতি বিজয় জিন্দাল এই বিষয়ে বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। বিজয় জিন্দাল বলেন, "বিনীতভাবে জানাতে চাই যে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এপ্রিল এবং মে মাসের মজুরি দেওয়ার মতো অবস্থা নেই।"
জিন্দাল বলেন", বেশিরভাগ রপ্তানিতে অর্ডার বাতিল হয়েছে অথবা আটকে দেওয়া হয়েছে । এমনকী পাঠানো চালানও আটকে আছে। বিভিন্ন অর্ডারে তৈরি হওয়া পোশাক কারখানায় পড়ে আছে । লকডাউনে পরিবহনে নিষেধাজ্ঞার কারণে কোথাও তৈরি হওয়া পোশাক পাঠানো যাচ্ছে না। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে, অনেক ক্রেতার কাছ থেকে পোশাকের অর্থও পাওয়া যায়নি।"