দিল্লি, 11 জুলাই : গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ৷ এবার এই কুখ্যাত গ্যাংস্টারের ইনকাউন্টার নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তাঁর মতে, বিকাশ দুবেকে খুন করা হয়েছে ।
টুইটারে আজ তিনি লেখেন, "বিকাশ দুবেকে হত্যা করা হয়েছে ৷ রাজ্য সরকার জল্লাদের ভূমিকায় নেমে এসেছে ৷ নিজের ইচ্ছামতো গল্প বানাচ্ছে ৷ পাশাপাশি বিচার ব্যবস্থাকে অপ্রাসঙ্গিকভাবে উপস্থাপন করার ট্রেন্ড চালু হয়েছে ৷"
উত্তরপ্রদেশ পুলিশের দাবি, কানপুর টোলপ্লাজ়ার কাছে STF-র গাড়ি দুর্ঘটনার সুযোগে পুলিশের পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে । তাকে আত্মসমর্পনের কথা বললে পাত্তা না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । এরপরই পুলিশের পালটা গুলিতে গুরুতর জখম হয় সে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
পুলিশের এই দাবি অবশ্য মানতে চাইছে না বিরোধী শিবির ৷ বিকাশ দুবের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে টুইটারে প্রিয়াঙ্কা গান্ধি লেখেন, "অপরাধীকে শেষ করা হল ৷ কিন্তু অপরাধ ও তার সাহায্যকারীদের কী হবে ?" অখিলেশ যাদবও টুইট করেন ৷ তাঁর কথায় , "আসলে এই গাড়ি উলটে যায়নি । এই গাড়ি না উলটে গেলে সরকার উলটে যেত ।"
বিকাশ দুবের এই এনকাউন্টার পূর্ব পরিকল্পিত । এমনই দাবি করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহল । এদিকে ঘটনার জেরে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা ।