লখনউ , 9 অগাস্ট : উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর সঙ্গে এনকাউন্টারে খতম গ্যাংস্টার রাকেশ পাণ্ডে । শনিবার গভীর রাতে লখনউয়ের সরোজিনী নগর থানার কাছে ঘটনাটি ঘটে ।
উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম গ্যাংস্টার - Uttar Pradesh
07:48 August 09
2005 সালে BJP নেতা কৃষ্ণানন্দ রাইয়ের খুনের ঘটনায় এই রাকেশ পাণ্ডে যুক্ত ছিল বলে অভিযোগ । তার সঙ্গে আরও অনেকে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল । আজ ভোর চারটে নাগাদ বারাণসী স্পেশাল টাস্ক ফোর্স (STF) রাকেশ পাণ্ডে ওরফে হনুমান পাণ্ডেকে খতম করে । তবে তার আরও চার সঙ্গী সেখান থেকে পালাতে সক্ষম হয় ।
এর আগে পুলিশের এনকাউন্টারে খতম হয় কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে । এই দুষ্কৃতীকে ধরতে গিয়ে আট পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল । তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে । 10 জুলাই মধ্যপ্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় । ওইদিনই কানপুর নিয়ে আসার সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়েছিল বিকাশ ৷ পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছিল ৷ পালটা জবাব দেয় পুলিশও ৷ পুলিশের গুলিতে গুরুতর জখম হয় বিকাশ ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ৷ এরপর আজ আবার এক গ্যাংস্টারকে খতম করে উত্তরপ্রদেশ পুলিশ ।