পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গান্ধীর স্বাধীনতা সংগ্রাম নাটক, বলে বিতর্কে BJP সাংসদ - Drama

BJP নেতা অনন্ত কুমার হেগড়ে মহাত্মা গান্ধির অনশন ও সত্যাগ্রহকে "নাটক" বলে মন্তব্য করেছেন ৷ কংগ্রেসের পক্ষ থেকে তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয় ৷ কংগ্রেস নেতা ব্রিজেশ কালাপ্পা লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখেছেন ৷ কোনও মনোরোগ বিশেষজ্ঞর কাছে অনন্ত হেগড়ে পাঠানোর সুপারিশ করার জন্য অধ্যক্ষকে লিখেছেন কংগ্রেস নেতা ৷

BJP's Ananth Kumar Hegde
অনন্তকুমার হেগড়ে

By

Published : Feb 3, 2020, 9:42 PM IST

বেঙ্গালুরু, 3 ফেব্রুয়ারি : BJP সাংসদ অনন্ত কুমার হেগড়ে মহাত্মা গান্ধির নেতৃত্বাধীন স্বাধীনতা সংগ্রামকে "নাটক" বলে বর্ণনা করেন ৷ এরপর তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের এই ইতিহাস পড়লে রক্ত গরম হয়ে যায় ৷

শনিবার বেঙ্গালুরুতে একটি জনসভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এই মন্তব্যটি করেন ৷ BJP সূত্রে খবর, গান্ধিজির বিষয়ে অনন্ত হেগড়ের বক্তব্য নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব অসন্তুষ্ট ৷ এবং তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে ৷

সংবাদসংস্থা ANI-কে হেগড়ে বলেন ,"পুরো স্বাধীনতা আন্দোলনটি ব্রিটিশদের সম্মতি ও সমর্থন নিয়ে মঞ্চস্থ হয়েছিল ৷ এই তথাকথিত নেতাদের কেউ একবারও পুলিশের মার খাননি । তাঁদের স্বাধীনতা আন্দোলনটি ছিল বড় নাটক ৷ ব্রিটিশদের অনুমোদনে এই নেতারা মঞ্চস্থ করেছিলেন ৷ এটি আসল লড়াই ছিল না ৷ এটি সমঝোতার স্বাধীনতা সংগ্রাম ছিল ৷"

হেগড়ে আরও বলেন, "কংগ্রেস সমর্থনকারীরা দাবি করেন অনশন ও সত্যাগ্রহের কারণে ভারত স্বাধীনতা পেয়েছে ৷ কিন্তু এটা সত্য নয় । সত্যাগ্রহের কারণে ব্রিটিশরা দেশ ছাড়েনি । হতাশার কারণে ব্রিটিশরা স্বাধীনতা দিয়েছিল । ইতিহাস পড়লে আমার রক্ত ​​ফুটে যায় । এই জাতীয় লোকেরা আমাদের দেশে মহাত্মা হয়ে ওঠেন । "


উত্তর কন্নড় থেকে নির্বাচিত ছয়বারের সাংসদ অনন্ত কুমার হেগড়ে 2017 থেকে 2019-র 24 মে পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ তবে গত বছর BJP পুনরায় ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর জায়গা হয়নি ।

এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন অনন্ত হেগড়ে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি রাহুল গান্ধিকে "হাইব্রিড টাইপ" বলে মন্তব্য করেছিলেন । এবার হেগড়ের গান্ধির স্বাধীনতা সংগ্রামকে "নাটক" মন্তব্যের তীব্র নিন্দা ও বিরোধিতা করা হয় কংগ্রেসের পক্ষ থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details