পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহাত্মার জন্মদিনে ETV ভারতের শ্রদ্ধার্ঘ্য, রিটুইট প্রধানমন্ত্রীর - jai hind

মহাত্মা গান্ধির 150তম জন্মবার্ষিকীতে  ETV ভারতের সেই ভিডিয়োটি রিটুইট করে মহাত্মাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

মহাত্মার জন্মদিনে ETV ভারতের শ্রদ্ধার্ঘ্য, রিটুইট প্রধানমন্ত্রীর

By

Published : Oct 2, 2019, 7:07 PM IST

Updated : Oct 2, 2019, 8:02 PM IST

দিল্লি, 2 অক্টোবর : মহাত্মা গান্ধির জন্মদিনে ETV ভারতের নিবেদন এবার রিটুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এ বছর সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধির সার্ধশতবর্ষ ৷ ETV ভারতও সামিল হয়েছে এই উদযাপনে ৷ গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ৷ এই প্রিয় ভজনের মাধ্যমেই সারা দেশকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ETV ভারতও ৷ মহাত্মা গান্ধির 150তম জন্মবার্ষিকীতে ETV ভারতের সেই ভিডিয়োটি রিটুইট করে মহাত্মাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আজ সকালেও মহাত্মার জন্মদিনে টুইটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ আপামর ভারতবাসীর মধ্যে যে মেলবন্ধন, দেশের প্রতি যে ভালোবাসা, পাশের মানুষের প্রতি যে অনুভূতি, 'বৈষ্ণব জন তো' ভজনটিতে ধরা পড়েছে সেই আবেগ ৷ আর সেই আবেগ একসুরে বেঁধেছেন দেশের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পীরা ৷ ETV ভারতের বিশেষ এই উদ্যোগে সামিল হয়ে সারা দেশের শিল্পীরা শ্রদ্ধা জানিয়েছেন মহাত্মাকে ৷ শিল্পীদের সেই ভিডিয়ো রিটুইট করে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ৷

ETV ভারতকে শুভেচ্ছা জানিয়ে সারা দেশে 'সিঙ্গল ইউজ' প্লাস্টিকের ব্যবহারে নিষেধের কথাও মনে করিয়ে দিয়েছেন মোদি ৷ মহাত্মা গান্ধির স্বপ্ন অনুযায়ী 'স্বচ্ছ ভারত অভিযান' -এর কথাও টুইটে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷

Last Updated : Oct 2, 2019, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details