দিল্লি, 8 নভেম্বর : সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি বঢরার SPG নিরাপত্তা তুলে নিল কেন্দ্র ৷ অর্থাৎ, গান্ধি পরিবারের কেউই আর এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) নিরাপত্তা পাবেন না ৷ SPG-পরিবর্তে তাঁরা এখন থেকে Z প্লাস নিরাপত্তা পাবেন ৷ এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের SPG নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছিল ৷
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, Z প্লাস নিরাপত্তা পাবেন সোনিয়ারা ৷ নিরাপত্তা দেবে সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স (CRPF) ৷ শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি SPG-র নিরাপত্তা পাবেন ৷
1984 সালে হত্যা করা হয় ইন্দিরা গান্ধিকে । এর পরের বছরই তৈরি হয় SPG ৷ 1988 সালে সংসদে পাশ হয় SPG আইন । সেখানে বলা হয়, SPG-র দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা । সেসময় প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য SPG-কে কাজে লাগানো হত না । 1989 সালে ক্ষমতায় আসেন ভি.পি সিং । তিনি পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নিরাপত্তা (SPG) তুলে নেন । 1991 সালে হত্যা করা হয় রাজীবকে । এরপর তড়িঘড়ি SPG আইন সংশোধন করা হয় । বলা হয়, সব প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারকে কমপক্ষে 10 বছর নিরাপত্তা দেবে SPG ।