পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার SPG নিরাপত্তা তুলে নিল কেন্দ্র

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, Z প্লাস নিরাপত্তা পাবেন সোনিয়ারা ৷ নিরাপত্তা দেবে সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স (CRPF) ৷ শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি SPG-র নিরাপত্তা পাবেন ৷

ff

By

Published : Nov 8, 2019, 5:41 PM IST

Updated : Nov 8, 2019, 11:59 PM IST

দিল্লি, 8 নভেম্বর : সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি বঢরার SPG নিরাপত্তা তুলে নিল কেন্দ্র ৷ অর্থাৎ, গান্ধি পরিবারের কেউই আর এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) নিরাপত্তা পাবেন না ৷ SPG-পরিবর্তে তাঁরা এখন থেকে Z প্লাস নিরাপত্তা পাবেন ৷ এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের SPG নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছিল ৷

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, Z প্লাস নিরাপত্তা পাবেন সোনিয়ারা ৷ নিরাপত্তা দেবে সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স (CRPF) ৷ শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি SPG-র নিরাপত্তা পাবেন ৷

1984 সালে হত্যা করা হয় ইন্দিরা গান্ধিকে । এর পরের বছরই তৈরি হয় SPG ৷ 1988 সালে সংসদে পাশ হয় SPG আইন । সেখানে বলা হয়, SPG-র দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা । সেসময় প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য SPG-কে কাজে লাগানো হত না । 1989 সালে ক্ষমতায় আসেন ভি.পি সিং । তিনি পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নিরাপত্তা (SPG) তুলে নেন । 1991 সালে হত্যা করা হয় রাজীবকে । এরপর তড়িঘড়ি SPG আইন সংশোধন করা হয় । বলা হয়, সব প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারকে কমপক্ষে 10 বছর নিরাপত্তা দেবে SPG ।

অটলবিহারী বাজপেয়ির আমলে ফের একবার আইন সংশোধন হয় । নয়া আইনে বলা হয়, প্রত্যেক বছর নিরাপত্তা সংক্রান্ত রিভিউ মিটিং হবে । পরিস্থিতি জটিল দেখলে (জীবনের ঝুঁকি থাকলে) কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীদের SPG নিরাপত্তা দেবে ।

বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস ৷ তাঁদের অভিযোগ ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছেন ৷ তাই গান্ধি পরিবারের উপর থেকে তুলে নেওয়া হচ্ছে এই নিরাপত্তা ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ভিকে সিংয়ের সময়ে রাজীব গান্ধির উপর থেকে তুলে নেওয়া হয়েছিল SGP নিরাপত্তা ৷ তার মূল্য দেশকে দিতে হয়েছে ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টুইট করেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ৷ তিনি টুইটারে লেখেন , 'ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের নিরাপত্তার সঙ্গে আপোস করছে BJP ৷'

এই বছরে অগাস্ট মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের SPG নিরাপত্তা তুলে নেয় কেন্দ্র ৷ এরপর এই নিরাপত্তা পাচ্ছিলেন নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি , প্রিয়াঙ্কা গান্ধি ভঢরা ৷ উল্লেখ্য, বাজপেয়ি মৃত্যু অবধি SPG নিরাপত্তা পেয়েছিলেন ৷

Last Updated : Nov 8, 2019, 11:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details