পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে চিন সীমান্তে নজরদারি বাড়াল ভারতীয় সেনা - উত্তরাখণ্ড

চামোলি জেলায় জওয়ানের সংখ্যা বাড়ানো হল । গত কয়েকদিন ধরে ওই এলাকায় সীমান্ত বরাবর এগোচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা ।

চামোলি জেলায় নজরদারি বাড়াল ভারতীয় সেনা

By

Published : Jun 18, 2020, 5:43 AM IST

চামোলি, 17 জুন : উত্তরাখণ্ডের চামোলি জেলায় চিন সীমান্ত বরাবর সতর্ক প্রহরা দিচ্ছে ভারতীয় সেনা । লাদাখের গালওয়ান ভ্যালিতে সামরিক উত্তেজনায় 20 জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর চামোলিতে প্রহরা বাড়ানো হল ভারতীয় সেনার তরফে ।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরে সীমান্তের দিকে ভারতীয় সেনা এগোচ্ছে । সেনা সূত্রে খবর, চামোলিতে আরও বেশি করে সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা জওয়ানরা প্রতিনিয়ত অনুশীলন করে চলেছেন । এত কিছুর মধ্যে আনলক 1.0 তে চামোলি জেলা প্রশাসন মেষপালকদের পশুচারণের অনুমতি দেওয়া শুরু করেছে । যোশীমথ SDM অনিল চান‍্যাল জানিয়েছেন, “প্রায় 84 জন মেষপালককে বরোহতি, রিমখিম এবং মানা এলাকায় পশুচারণের জন্য অনুমতি দেওয়া হয়েছে ।” উত্তরাখণ্ডের 345 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে চিন সীমান্ত । এর আগে বহুবার এই অঞ্চলে চিনা সেনার চোখ রাঙানি দেখা গেছে । সেজন্য ভারতীয় সেনা এবং ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) একযোগে ক্রমাগত পাহারা দিচ্ছে । চামোলি জেলার বরাহতি, মানা পাস, নীতি এবং মালারিতে ক্রমাগত নজরদারি চালাচ্ছে ITBP ।

ABOUT THE AUTHOR

...view details