পুরী, 12 জুন : কথিত আছে, ভক্তদের মনের কথা চট করে বুঝে ফেলেন শ্রী জগন্নাথ । একবার শ্রী জগন্নাথ মন্দির চত্বরে 108 ঘরা সুগন্ধি জলে স্নান করে ভক্তদের সামনে হাতির বেশে এসে উপস্থিত হয়েছিলেন । কিন্তু ওই 108 ঘরা সুগন্ধি জল দিয়ে স্নান করায় ধুম জ্বর আসে শ্রী জগন্নাথের । প্রচণ্ড অসুস্থ । সারা গায়ে ব্যথা । এই সময় তাঁকে নিয়ে যাওয়া হয় জগমোহনের এক নির্জন কক্ষে, যে ঘর আনাসারা ঘর নামে বেশি পরিচিত । সেখানে তাঁর পরিচর্যা শুরু করেন পরিচারকরা । টানা 14 দিন ধরে চলে তাঁর পরিচর্যা ।
ওড়িশার ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসে তিনি ওই পূণ্যস্নান করেছিলেন । এরপর আষাঢ় মাসে অমাবস্যার প্রথম দিন থেকে শুরু করে 15 দিনের জন্য তিনি সকলের অন্তরালে চলে যান । জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার প্রথম দিন থেকে শুরু করে পনেরো দিন ওই নির্জন ঘরেই ছিল শ্রী জগন্নাথের বাস । শেষে শ্রী জগন্নাথ যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তখন ভক্তরা মিলে নেত্রোৎসব পালন করেন । এইসময়ে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, তাঁদের ভগিনী সুভদ্রা মাতা ও শ্রী সুদর্শনের দর্শন নিষিদ্ধ থাকে । এই দর্শন নিষিদ্ধ থাকাকালীন সময়ে শ্রী জগন্নাথ ও তাঁর দশ অবতারের ছবি সিংহাসনে (রত্ন সিংহাসন) অধিষ্ঠিত থাকে ।