পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, বিশ্ব উষ্ণায়ন রোধে নতুন দিশা - plastic waste

পরিবেশ বাঁচাতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরযোগ্যতা কমানোর ও বিকল্প জ্বালানি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে । কারণ পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির সঞ্চয় ক্রমশ ফুরিয়ে আসছে । এক্ষেত্রে পথ দেখাচ্ছে পুনে পৌরনিগম ।

Fuel extraction from plastic
প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি

By

Published : Dec 23, 2019, 8:03 AM IST

Updated : Dec 23, 2019, 8:25 AM IST

পুনে, 23 ডিসেম্বর : পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির সঞ্চয় ক্রমশ ফুরিয়ে আসছে । এই জ্বালানির ব্যবহার বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণও বটে । তাই পরিবেশ বাঁচাতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরযোগ্যতা কমানোর ও বিকল্প জ্বালানি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে । এক্ষেত্রে পথ দেখাচ্ছে পুনে পৌরনিগম । সেখানে প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হচ্ছে জ্বালানি ।

পুনে পৌরনিগমের উদ্যোগে ইতিমধ্যেই কয়েকটি জ্বালানি উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে । কয়েকটি কেন্দ্র কাজও শুরু করে দিয়েছে। তবে,শুধুমাত্র প্লাস্টিক থেকে জ্বালানি তৈরি করছে না এই কেন্দ্রগুলি । প্লাস্টিকের অবশিষ্টাংশ (টার) রাস্তা তৈরি ও অন্যান্য কাজেও ব্যবহার করা হচ্ছে । পুনের জেঠুরি ও নারায়নপেটে দুটি কেন্দ্র রয়েছে । প্রতিদিন নানা ওয়ার্ড থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে জমা করা হয় এই কেন্দ্রগুলিতে। সেখানেই বর্জ্য থেকে জ্বালানি তৈরি হয় ।

প্লাস্টিক উৎপাদন কেন্দ্র থেকে উৎপন্ন জ্বালানি কেরোসিনের স্টোভ, জেনারেটর ও বয়লারে ব্যবহার করা যেতে পারে । এক্ষেত্রে প্রায় 10 কেজি PF প্লাস্টিক থেকে 6 লিটার জ্বালানি তৈরি সম্ভব । এই জ্বালানি উৎপাদন কেন্দ্রের কয়েকটি সুবিধা হল, ছোটো জায়গার মধ্যে এগুলি তৈরি করা যেতে পারে । আর জ্বালানি তৈরির অবশিষ্টাংশও রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয় । তাই বিশ্ব উষ্ণায়ন রোধ ও প্লাস্টিক থেকে প্রকৃতিকে দূষণমুক্ত করতে এক নতুন দিশা হতে পারে পুনে পৌর নিগমের এই উদ্যোগ ।

দেখুন ভিডিয়ো...
Last Updated : Dec 23, 2019, 8:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details