পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে কমল সুদের হার

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে কমানো হল সুদের হার । 2020-2021 অর্থবর্ষের এপ্রিল-জুনে একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার 80-140 বেসিস পয়েন্ট কমানো হয়েছে ।

file photo
ফাইল ফোটো

By

Published : Apr 1, 2020, 11:22 AM IST

দিল্লি, 1 এপ্রিল : কোরোনার জেরে ধুঁকছে অর্থনীতি । গত সপ্তাহেই রেপো রেট কমিয়ে সাধারণের মুখে হাসি ফুটিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এবার কমল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি থেকে আয়ের পরিমাণ । কারণ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে কমানো হল সুদের হার । আজ থেকেই লাগু হল হল এই সিদ্ধান্ত ।

2020-2021 অর্থবর্ষের এপ্রিল-জুনে একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার 80-140 বেসিস পয়েন্ট কমানো হয়েছে । এই অবস্থায় আগে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে(PPF) যেখানে 7.9 শতাংশ সুদ দেওয়া হত । 80 বিপিএস কমিয়ে এখন থেকে সেখানে 7.1 শতাংশ সুদ পাওয়া যাবে । ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) আগে সুদের হার ছিল 7.9 শতাংশ । এখন সেখানে সুদের হার 6.8 শতাংশ । কিষাণ বিকাশ পাত্র প্রকল্পে যেখানে আগে 7.36 শতাংশ সুদ দেওয়া হত, সেখানে সুদের হার 6.9 শতাংশ । সুকন্যা সমৃদ্ধি অ্য়াকাউন্টে (SSA) 8.4 শতাংশের জায়গায় 7.6 শতাংশ সুদ পাওয়া যাবে। সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিমে 7.4 শতাংশ সুদ দেওয়া হবে 8.6 শতাংশের জায়গায় । মান্থলি ইনকাম স্কিম (MIS) 7.6 শতাংশের জায়গায় সুদ মিলবে 6.6 শতাংশ ।

এবিষয়ে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক পরামর্শদাতা সৌম্যকান্তি ঘোষ জানান, গত সপ্তাহে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমিয়ে আনার পর থেকে এই আশঙ্কাটাই করা হচ্ছিল । কিন্তু আশঙ্কার থেকেও অনেক বেশি পরিমাণ সুদের হার কমানো হয়েছে । অন্যদিকে, হেমন্ত রস্তৌগি নামে আর এক অর্থনৈতিক পরামর্শদাতা জানান, যারা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি থেকে আয়ের উপরই পুরোপুরি নির্ভরশীল । তাদের ক্ষেত্রে এবার অন্য প্রকল্পগুলিতে হাত পাকাতে হবে । মিউচুয়াল ফান্ডের দিকে নজর দিতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details