পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'65 ও '71-এর যুদ্ধে যোগদানকারী জওয়ানদের স্বাধীনতা সংগ্রামী হিসেবে পেনশন

পঁয়ষট্টির পাকিস্তানের যুদ্ধ ও একাত্তরের মুক্তিযুদ্ধের জওয়ানদের দেওয়া হবে স্বাধীনতা সংগ্রামীদের পেনশন ৷ ঘোষণা করলেন সেনাপ্রধান এম এম নারওয়ানে ৷

Freedom fighters pension
ছবির সূত্র : ANI

By

Published : Jan 14, 2020, 3:31 PM IST

জয়পুর, 14 জানুয়ারি : 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ও 1971-এর মুক্তিযুদ্ধের জওয়ানদের স্বাধীনতা সংগ্রাম হিসেবে ভাতা দেওয়া হবে ৷ আজ জয়পুরে সশস্ত্র বাহিনীর প্রাক্তন কর্মীদের এক অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ৷

সশস্ত্র বাহিনীর প্রাক্তন কর্মীদের অষ্টম বার্ষিক অনুষ্ঠানে যোগদান করতে আজ জয়পুরে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান এম এম নারওয়ানে, নৌ-প্রধান করমবীর সিং সহ অন্যান্য সেনা আধিকারিকরা ৷ প্রতিরক্ষামন্ত্রী বলেন, "দেশ যে আজ নিরাপদ, তার গোটা কৃতিত্বটাই জওয়ানদের ৷ শুধুমাত্র সীমান্তেই নয়, দেশের ভিতরেও আমরা যে শান্তিতে রয়েছে তা আমাদের জওয়ানদের জন্যই ৷" পাশাপাশি সদ্য চালু হওয়া CDS পদের প্রসঙ্গও উঠে আসে রাজনাথ সিংয়ের বক্তৃতায় ৷

সেনাপ্রধান এম এম নারাভানে আজ সেনা পুলিশের জন্য নতুন 1700 জনকে নিয়োগ করার কথাও ঘোষণা করেন ৷ 101 জন মহিলাকর্মীর 6 জানুয়ারি থেকে প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details