দিল্লি, 8 নভেম্বর : কোরোনার সময়ে ফ্রান্সে মৃত ভারতীয়দের চিতাভস্ম দেশে আনলেন এক অনাবাসী ভারতীয় বৃদ্ধ । মৃত 10 ভারতীয়র চিতাভস্ম তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য দেশে এসেছেন তিনি । এঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে কোরোনার সংক্রমণে ।
বিগত 29 বছর ধরে ফ্রান্সেই রয়েছেন বছর পয়ষট্টির ইকবাল সিং ভাট্টি । প্যারিসের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয়দের সেবা-শুশ্রুষার ভারও নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি । 2005 সালে তিনি অ্যাসোসিয়েশন অফ হিউম্যান রাইটস, অরোর-ডন নামে একটি সংস্থা তৈরি করেন । সংস্থার মূল লক্ষ্য, বিদেশ বিভুঁইয়ে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের দেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ।