বেঙ্গালুরু, 29 জুলাই : বেঙ্গালুরুর কাপালি টকিজ় সিনেমা হল চত্বরে ভেঙে পড়ল একটি বহুতল ৷ এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি ৷
বেঙ্গালুরুতে ভেঙে পড়ল চারতলা বাড়ি - বেঙ্গালুরুতে ভেঙে পড়ল চারতলা বাড়ি
কাপালি টকিজ়ে 50 ফুট গভীর পার্কিং লট তৈরির কাজ চলছিল ৷ এর জেরেই বহুতলটি ভেঙে পড়েছে বলে অনুমান করা হচ্ছে ৷
![বেঙ্গালুরুতে ভেঙে পড়ল চারতলা বাড়ি four-storey building collapsed](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8210898-726-8210898-1595962939958.jpg)
বেঙ্গালুরুর
কাপালি টকিজ়ের পুরোনো ভবনটিকে ভেঙে ফেলা হয়েছে । সেখানে শুরু হয়েছে নির্মাণকাজ । আর তার পাশে চারতলা বাড়িটি মঙ্গলবার রাতে ভেঙে পড়ে ৷ ওই বহুতলটিতে হোটেল ও লজ ছিল ৷
বেঙ্গালুরুতে ভেঙে পড়ল বহুতল ৷
কাপালি টকিজ়ে 50 ফুট গভীর পার্কিং লট তৈরির কাজ চলছিল ৷ এর ফলেই বহুতলটি ভেঙে পড়ে বলে অনুমান করা হচ্ছে ৷ তবে, ওই বহুতলটি আগেই ফাঁকা কগরে দেওয়া হয়েছিল । সেখানে কেউ ছিল না ৷ ফলে কেউ হতাহত হয়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও দমকল ।