রাইচূড়, 11 জুলাই : কর্নাটকের রাইচূড়ে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সামনে এল ৷ একই পরিবারের দু’জন মহিলা সহ চারজনকে নৃশংসভাবে হত্যা করে আঁততায়ীরা ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের রাইচূড় জেলার সিন্ধানুড়ু টাউন এলাকায় ৷
রাইচৃড়ে একই পরিবারের চার জনকে খুন - Four People were Brutally Murdered
রাইচৃড়ে একই পরিবারের চার জনকে নৃশংসভাবে খুন করল এক দল অজ্ঞাত পরিচয় লোক ৷
![রাইচৃড়ে একই পরিবারের চার জনকে খুন image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7988096-thumbnail-3x2-th.jpeg)
চার জনকে নৃশংসভাবে খুন
এক দল লোক এসে চার জনকে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ ৷ মৃতদের একজন 55 বছরের মহিলা ও বাকি তিন জনের বয়স 33 থেকে 38 বছরের মধ্যে ৷ মৃতদের নাম সাভ্রিত্রম্মা (55), শ্রীদেবী (38) হনুমেশ (35) ও নাগরাজ (33) ৷
ঘটনাস্থানে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ সন্ধ্যবেলায় একই পরিবারের চার জনের এই পরিণতিতে হতবাক পুলিশও ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ডের ঘটনার পিছনে দুই পরিবারের মধ্যে প্রেম করে বিবাহের ঘটনা ঘটে ৷ তার থেকেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে ৷