পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে বন্যায় মৃত আরও 4 - assam flood update

অসমে বন্যা কবলিত 26টি জেলা । ক্ষতিগ্রস্ত 28 লাখের বেশি মানুষ । মৃত্যু হয়েছে আরও চারজনের ।

assam
assam

By

Published : Jul 24, 2020, 8:32 AM IST

ডিব্রুগড়, ২৪ জুলাই : এখনও জলমগ্ন একাধিক এলাকা । বন্যায় বিপর্যস্ত অসমে মৃত্যু হল আরও চারজনের । এই নিয়ে বন্যার জেরে মৃত্যু হল ৯৩ জনের । ধসে মৃত্যু হয়েছে আরও ২৬ জনের । ক্ষতিগ্রস্ত ২৬ জেলার ২৮ লাখ ৩২ হাজার ৪১০ জন বাসিন্দা ।

অন্য কয়েকটি এলাকার মতো দধিয়া গ্রামের একাধিক বাড়ি এখনও জলের তলায় । সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা । এখনও পর্যন্ত বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা, ডিব্রুগড়, কোকরাঝাড়, বনগাইগাওঁ, তিনসুকিয়া সহ আরও কয়েকটি জেলা ।

টানা বৃষ্টির জেরে ব্রহ্মপুত্রের জলস্তর বাড়ছে । জলমগ্ন 2,525টি গ্রাম। 1,15,515.25 হেক্টর চাষের জমির ক্ষতি হয়েছে । বন্যার মারাত্মক প্রভাব পড়েছে কাজ়িরাঙা জাতীয় উদ্যানেও । মৃত্যু হয়েছে 120টি পশুর । বনদপ্তরের উদ্যোগে উদ্ধার করা হয়েছে 143টি পশুকে ।

অসমের পরিবেশ ও বনমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য বলেন, এবার বন্যপ্রাণীর মৃত্যুর সংখ্যাটা অন্য বছরের তুলনায় অনেকটাই কম । তিনি আরও বলেন, ২০১৯-এর তুলনায় বন্যপ্রাণীর মৃত্যুর সংখ্যা অনেকটাই কম । গত বছর কাজিরাঙা থেকে ১৬৯ আর এবার ১৪৩ বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে । এবার বন্যপ্রাণী উদ্ধারের ক্ষেত্রে স্পিডবোট সহ একাধিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি । এবার নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details