শ্রীনগর, 26 এপ্রিল : দক্ষিণ কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার জঙ্গির । ঘটনায় এক জওয়ান জখম হয়েছেন বলে খবর ।
আজ রাত 8টা নাগাদ আস্থাল গ্রামের কাছে টহল দেওয়ার সময় জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও । দু'পক্ষের মধ্যে শুরু হয়গুলির লড়াই ।