পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অনুমোদন পেল চন্দ্রযান-3, গগনযানের জন্য শুরু হচ্ছে মহাকাশচারীদের প্রশিক্ষণ - গগনযান

ISRO-র চেয়ারম্যান কে শিবন আজ জানিয়েছেন, চন্দ্রযান-3 প্রকল্প 2020 সালে হওয়ার কথা থাকলেও তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে । কারণ প্রকল্প রূপায়ণে প্রায় 16 মাস সময় লাগবে ।

ISRO-র চেয়ারম্যান কে শিবন
ISRO-র চেয়ারম্যান কে শিবন

By

Published : Jan 1, 2020, 7:54 PM IST

বেঙ্গালুরু, 1 জানুয়ারি : চন্দ্রযান-3 প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় সরকার । প্রকল্পের খরচ পড়বে প্রায় 600 কোটি টাকা । অন্যদিকে গগনযান-এর জন্য সম্ভাব্য মহাকাশচারীদের প্রশিক্ষণ চলতি মাসে শুরু হচ্ছে ।

ISRO-র চেয়ারম্যান কে শিবন আজ জানিয়েছেন, চন্দ্রযান-3 প্রকল্প 2020 সালে হওয়ার কথা থাকলেও তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে । কারণ প্রকল্প রূপায়ণে প্রায় 16 মাস সময় লাগবে ।
উল্লেখ্য, চন্দ্রযান-2 প্রকল্পে বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় ভেঙে পড়ে । তাই ISRO-র তরফে চন্দ্রযান-3 প্রকল্প হাতে নেওয়া হয়েছে । চন্দ্রযান-3 এর ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ।

গগনযানের জন্য শুরু হচ্ছে মহাকাশচারীদের প্রশিক্ষণ

গগনযান প্রকল্পের কাজও পুরোদমে চলছে বলে আজ কে শিবন জানান । তিনি বলেন, "প্রশিক্ষণের জন্য চার জনকে বেছে নেওয়া হয়েছে । ওই চার জনের চলতি মাসের তৃতীয় সপ্তাহে রাশিয়ায় প্রশিক্ষণ শুরু হবে । "

উল্লেখ্য, গগনযান ISRO-র এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প । গগনযানের মাধ্যমে ISRO প্রথমবারের জন্য মহাকাশে মানুষ পাঠানোর উদ্যোগ নিয়েছে । ISRO-র তরফে জানানো হয়েছে, গগনযানকে মহাকাশে পাঠানো হতে পারে 2021 সালের ডিসেম্বরে । গগনযান ও চন্দ্রযান-3 প্রকল্পের কাজ একই সঙ্গে চলবে বলে চেয়ারম্যান জানান ।

ABOUT THE AUTHOR

...view details