কুলগাম, 27 জানুয়ারি : জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা৷ আবারও সেনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই হামলায় ভারতীয় সেনাবাহিনীর চার জন জওয়ান আহত হয়েছেন৷ জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার সামসিপুরা এলাকার খানাবলে বুধবার ঘটনাটি ঘটে৷
সেনার সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে এদিন সকাল 10টা 15 মিনিট নাগাদ৷ ঘটনাটি যে সময় ঘটে সেই সময় সেনা জওয়ানরা স্যানিটাইজেশনের কাজ করছিলেন৷ চারজন সেনা জওয়ানকে আহত অবস্থায় 92 বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷