ভোপাল, 16 জুলাই : প্রাক্তন মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা ঘুরা রাম আজ ভোরে লখনউয়ের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সম্প্রতি তাঁর কোরোনা সংক্রমণ ধরা পড়ায় তিনি এই হাসপাতালে ভরতি ছিলেন।
কোরোনা কেড়ে নিল উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ঘুরা রামকে - প্রাক্তন মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা ঘুরা রাম
উত্তরপ্রদেশের মন্ত্রী এবং সমাজবাদী পার্টির নেতা ঘুরা রাম আজ সকালে প্রয়াত হন। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে তিনি মঙ্গলবার লখনউয়ের KGMU তে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তাঁর কোরোনা ধরা পড়ে। আর আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তিনি মারা যান।
ঘুরা রামের ছেলে সন্তোষ কুমার জানান,"কাশি,শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা নিয়ে বাবা মঙ্গলবার এই হাসপাতালে ভরতি হন। বুধবার বাবার পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে তিনি কোরোনা পজ়িটিভ। আর গতকাল সন্ধ্যার পর থেকে বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ ভোরে কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তিনি মারা যান। "
বর্ষীয়ান নেতা ঘুরা রামের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল নব্বই দশকের গোড়ার দিকে । শোনা যায়,তিনি BSP -র প্রতিষ্ঠাতা কাশি রামের অনুগামী ছিলেন। 1993, 2002 এবং 2007 সালে রসরা (সংরক্ষিত) বিধানসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন । মায়াবতী সরকারের স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন তিনি।