চন্ডিগড়, 3 ডিসেম্বর : বিক্ষোভরত কৃষকদের উপর বর্বরচিত আচরণের প্রতিবাদে পদ্মবিভূষণ সম্মান ফিরিয়ে দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্য়মন্ত্রী প্রকাশ সিং বাদল ৷ কৃষকদের আন্দোলনে জলকামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানোয় ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ৷ এর আগে কৃষি আইনের প্রতিবাদে এনডিএ থেকে সমর্থন তুলে নিয়েছে শিরোমণি অকালি দল ৷
কৃষকদের সঙ্গে "বিশ্বাসঘাতকতা", পদ্মবিভূষণ ফেরালেন প্রকাশ সিং বাদল - নয়া কৃষি আইন
শিরোমণি অকালি দলের তরফে জানানো হয়েছে, কৃষকদের সঙ্গে "বিশ্বাসঘাতকতা"-র প্রতিবাদে তিনি কেন্দ্রীয় সরকারের দেওয়া এই সম্মান ফিরিয়ে দিচ্ছেন ৷ তবে শুধুই প্রকাশ সিং বাদল নন, পঞ্জাবের একাধিক খেলোয়াড় এবং কোচ তাঁদের পাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ৷
শিরোমণি অকালি দলের তরফে জানানো হয়েছে, কৃষকদের সঙ্গে "বিশ্বাসঘাতকতা"-র প্রতিবাদে তিনি কেন্দ্রীয় সরকারের দেওয়া এই সম্মান ফিরিয়ে দিচ্ছেন ৷ তবে শুধুই প্রকাশ সিং বাদল নন, পঞ্জাবের একাধিক খেলোয়াড় এবং কোচ তাঁদের পাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ৷ এমনকী কৃষকদের পাশে থাকতে 5 ডিসেম্বর হেঁটে দিল্লিতে যাবেন তাঁরা ৷ কৃষকদের উপর হামলার ঘটনায় অর্জুন পুরস্কারপ্রাপক হকি খেলোয়াড় সজ্জন সিং চিমা বলেন, কৃষকরা কয়েক মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ৷ কিন্তু, তাঁদের উপর জলকামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানো অন্য়ায় ৷
এই পরিস্থিতিতে আজ আবারও কৃষকদের সঙ্গে আলোচনায় বসেছে কেন্দ্রীয় সরকার ৷ গতকালই কৃষকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে এটাই শেষ সুযোগ । সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য় দেওয়ার নিশ্চয়তা দিয়ে একটি মুচলেকা দেওয়া হতে পারে ৷