পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরিবারের পাশে দাঁড়াতে নাগপুরের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর এখন নিরাপত্তারক্ষী - নাগপুর

1985-তে টিজ়ারে প্রথমে শহরের শান্তিনগর ওয়ার্ডের কাউন্সিলর হন ৷ এরপর 1991-এ নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হন ৷ এবং নাগপুর ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (NIT) ট্রাস্টি ছিলেন ৷ এরপর 2002-এ একই ওয়ার্ড থেকে NCP প্রার্থী হিসাবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন ৷ কিন্তু এখন অর্থনৈতিক সংকটের কারণে তাঁকে নিরাপত্তারক্ষীর কাজ করতে হচ্ছে ৷

Nagpur
নাগপুরের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর এখন নিরাপত্তারক্ষী

By

Published : Jul 19, 2020, 9:53 PM IST

নাগপুর , 19 জুলাই : চোখে চশমা ৷ হাত-পায়ের চামড়া কুঁচকে গেছে ৷ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেও হয়ত কষ্ট হয় ৷ একসময় নাগপুরের শান্তিনগর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ছিলেন ৷ কিন্তু আজ পরিবারের পাশে দাঁড়াতে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ করছেন 72 বছরের দেবরাও টিজারে ৷ জানা গেছে , আগে তিনি ওই প্রতিষ্ঠানের ট্রাস্টি ছিলেন ৷ শুধুমাত্র তাই নয় , তিনি একসময় পৌরসভা বোর্ডের চেয়ারম্যান ছিলেন ৷ কিন্তু ট্র্যাজেডি এটাই যে , অর্থনৈতিক কারণে পরিবারের পাশে দাঁড়াতে আজ তাঁকে নিরাপত্তারক্ষীর কাজ করতে হচ্ছে ৷

1985-তে টিজ়ারে প্রথমে শহরের শান্তিনগর ওয়ার্ডের কাউন্সিলর হন ৷ এরপর 1991-এ নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হন ৷ এবং নাগপুর ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (NIT) ট্রাস্টি ছিলেন ৷ এরপর 2002-এ একই ওয়ার্ড থেকে NCP প্রার্থী হিসাবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন ৷ রাজনীতি জগতে তাঁর কাছে ভগবান ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ দত্ত মেঘে ৷

কিন্তু এতদিন রাজনীতিতে থাকার পর তাঁর এই পেশায় আসার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , " আর্থিক সংকট এবং সেই কারণে পরিবারের পাশে দাঁড়াতে আমাকে এই কাজ করতে হচ্ছে ৷ আমি প্রায় চার থেকে পাঁচ বছর ধরে নিরাপত্তারক্ষীর কাজ করছি ৷ আমার বেতন মাসে 7000 টাকা ৷ "

তিনি আরও জানান , আগে জমি কেনা বেচা-র সঙ্গে তিনি যুক্ত ছিলেন ৷ সেখান থেকে যে কমিশন পেতেন তা দিয়ে তাঁর সংসার চলত ৷ কিন্তু সেই ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয় ৷ এরপরই তিনি এই পেশায় এসেছেন ৷ তিনি এখনও কংগ্রেসের সদস্য এবং সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ৷ আমি রাতের বেলা রক্ষীর কাজ করি আর সকালে ।

তিনি আবারও স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কি না জানতে চাইলে , প্রাক্তন কংগ্রেস নেতা বলেন , " আমাকে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয় , তবে আমি তা অবশ্যই করব । দল যদি আমাকে দায়িত্ব দেয় , তবে আমি সেই দায়িত্ব আন্তরিকভাবে পালন করব । আমি রাতের বেলা রক্ষীর কাজ করি আর সকালে রাজনৈতিক প্রতিশ্রুতিগুলি পালন করি ৷ "

এরপর পরিবারের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন , " আমি আমার সন্তানের পড়াশোনার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছি ৷ আমার স্ত্রীও কাজ করেন ৷ আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ৷ আরও দু'জন এখনও পড়াশোনা করছে ৷ আমি চাই আমার ছেলেমেয়েরা পড়াশোনা সম্পূর্ণ করুক ৷ "

ABOUT THE AUTHOR

...view details