মুম্বই, 23 অক্টোবর : দু’দিন আগেই BJP ছেড়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সে ৷ আর আজ মুম্বইয়ে শরদ পাওয়ারের উপস্থিতিতেই NCP-তে যোগ দিলেন তিনি ৷
BJP ছেড়ে NCP-তে যোগ একনাথ খাড়সের - শরদ পাওয়ার
তাঁর অভিযোগ, তিন দশক ধরে BJP-র জন্য় অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও দেবেন্দ্র ফড়নবিশ তাঁর রাজনৈতিক জীবন নষ্ট করে দিতে চেয়েছিলেন ৷
বর্তমানে মহারাষ্ট্রে জোট সরকারের অন্য়তম অংশ NCP ৷ রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, জমি মামলায় রেহাই পেতেই কি NCP-তে গেলেন খাড়সে ? আজ তাঁকে স্বাগত জানান NCP-র রাজ্য় সভাপতি জয়ন্ত পাটিল ৷ প্রায় চার বছর রাজনীতি থেকে প্রায় সন্ন্য়াস নিয়ে ফেলেছিলেন খাড়সে ৷
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খাড়সে অভিযোগ করেন, তিন দশক ধরে BJP-র জন্য় অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও দেবেন্দ্র ফড়নবিশ তাঁর রাজনৈতিক জীবন নষ্ট করে দিতে চেয়েছিলেন ৷ এই নিয়ে তিনি বলেন, তাঁর প্রাক্তন সহকর্মী অর্ধেক সত্য়িটা বলছেন ৷ খাড়সে তাঁকে খলনায়ক হিসেবে দেখাতে চাইছে বলে পালটা অভিযোগ করেছেন ফড়নবিশ ।