পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউনের তোয়াক্কা না করেই ছেলের বিয়ের আয়োজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর - former karnataka cm HD Kumaraswamy

এপ্রিলের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুতে ধুমধাম করে ছেলে নিখিল গৌড়ার বাগদান পর্ব সারেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী । লকডাউনের মাঝেও সেই অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন ।

লকডাউনের তোয়াক্কা না করেই ছেলের বিয়ের আয়োজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর
লকডাউনের তোয়াক্কা না করেই ছেলের বিয়ের আয়োজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর

By

Published : Apr 16, 2020, 10:06 PM IST

বেঙ্গালুরু, 16 এপ্রিল: ছেলের বিয়ে তিনি দেবেনই । তাও এই লকডাউনের মধ্যে । হাজার সমালোচনা, সতর্কবাণী সত্ত্বেও লকডাউন চলাকালীন ছেলে নিখিলের বিয়ে দেওয়ার সিদ্ধান্তে অনড় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী । নিজের এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেছেন, "এটা একটা পারিবারিক অনুষ্ঠান । আমি আশ্বস্ত করছি এতে কারও ক্ষতি হবে না । আমি 12-13 জন ডাক্তারের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি ।"

কোরোনা আক্রান্তের সংখ্যা অনুযায়ী বেঙ্গালুরুকে রেড জ়োন ঘোষণা করা হয়েছে । দেশের এই হাইটেক শহরে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ । অথচ তার মধ্যেই এপ্রিলের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুতে ধুমধাম করে ছেলে নিখিল গৌড়ার বাগদান পর্ব সারেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী । লকডাউনের মধ্যেও সেই অনুষ্ঠানে অনেকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল । লকডাউনের তোয়াক্কা না করেই এবার বিয়ের তোড়জোড় শুরু করেছেন কুমারস্বামী । 17 এপ্রিল কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার নাতনি রেবতীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন কুমারস্বামীর ছেলে নিখিল ।

বিয়েটা প্রথমে বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল । কিন্তু রেড জ়োন ঘোষণা করায় বেঙ্গালুরু থেকে কুমারস্বামীর ফার্ম হাউস রামনগরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, "কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় বেঙ্গালুরুকে রেড জ়োন ঘোষণা করা হয়েছে । তাই বিয়েটা রামনগরে হবে । ওখানে এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নেই । তা সত্ত্বেও চেষ্টা করব যাতে এই পারিবারিক অনুষ্ঠানের জন্য জেলার কোনও ক্ষতি না হয় ।" তিনি আরও বলেন, "12-13 জন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই এগোনোর সিদ্ধান্ত নিয়েছি ।" জানা গেছে, কম করে হলেও 60 জনের মতো উপস্থিত থাকবেন বিয়েতে ।

3 মে পর্যন্ত সমস্তরকম সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । সরকারি নির্দেশ উপেক্ষা করেই ছেলের বিয়ে দিচ্ছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details