আহমেদাবাদ, 29 অক্টোবর : প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল । সেপ্টেম্বরে কোরোনায় সংক্রমিত হয়েছিলেন তিনি । আজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 92 বছর ।
1995 থেকে 1998 এবং 1998 থেকে 2001 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলান তিনি ।
ছয়বার গুজরাতের বিধানসভার সদস্যপদে নির্বাচিত হন । 2012 সালে BJP ছাড়েন কেশুভাই । গুজরাত পরিবর্তন পার্টি নামে নিজের দল গড়ে তোলেন ।
2012 সালে বিধানসভা নির্বাচনে তিনি আবার নির্বাচিত হন । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে 2014 সালে ইস্তফা দেন । চলতি বছর সেপ্টেম্বরে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কেশুভাই । কিন্তু কোরোনা সংক্রমণ মুক্তও হন ।