পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত অরুণ জেটলি - undefined

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ বয়স হয়েছিল 66 ৷

পা

By

Published : Aug 24, 2019, 12:40 PM IST

Updated : Aug 24, 2019, 10:54 PM IST

দিল্লি, 24 অগাস্ট : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ আজ বেলা 12টা 07 মিনিটে দিল্লির এই মাসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 66 ৷

9 অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন মন্ত্রীকে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় ৷ হাসপাতালে ভরতি হওয়ার খবর শুনেই সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷

বেশ কিছুদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি ৷ অসুস্থতার কারণেই বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রথম মোদি মন্ত্রিসভার 'সেকেন্ড ইন কমান্ড' ৷ দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তিনি । ইতিমধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাঁর । সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে । অসুস্থতার কারণে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গয়াল ।

সুস্থ হলেও তখনই নতুন মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা মৌখিকভাবে মোদিকে জানিয়েছিলেন জেটলি ৷ পরে আনুষ্ঠানিক ভাবে নরেন্দ্র মোদিকে লিখিত ভাবে জানিয়ে দেন, নতুন সরকারে আর কোনও দায়িত্বই নিতে পারবেন না তিনি ।

প্রায় 15 দিন হাসপাতালে ভরতি থাকার পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । অমিত শাহ হায়দরাবাদে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সেই সফর কাটছাঁট করে দ্রুত দিল্লি ফিরছেন । এদিকে, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও চেন্নাই থেকে সফর কাটছাঁট করে দিল্লি ফিরছেন ।

Last Updated : Aug 24, 2019, 10:54 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details