তিরুনেলভেলি (তামিলনাড়ু), 24 জুলাই : দম্পতিসহ পরিচারিকাকে কুপিয়ে খুন ৷ তামিলনাড়ুর তিরুনেলভেলির ঘটনা ৷ মৃতদের মধ্যে রয়েছেন DMK-এর প্রাক্তন মেয়র উমা মাহেশ্বরী (61), তাঁর স্বামী মুরুগা শঙ্করন (65) ও বাড়ির পরিচারিকা ৷
তামিলনাড়ুর তিরুনেলভেলিতে মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ৷ 1996-2001 সাল পর্যন্ত তিরুনেলভেলির মেয়র ছিলেন উমা মাহেশ্বরী ৷ পুলিশ জানিয়েছে, দুপুর তিনটে নাগাদ খুন করা হয়েছে এই পরিবারের তিনজনকে ৷