পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়িতে ঢুকে প্রাক্তন DMK মেয়রসহ 3 জনকে কুপিয়ে খুন তামিলনাড়ুতে - DMK

তামিলনাড়ুর তিরুনেলভেলিতে দম্পতিসহ পরিচারিকাকে কুপিয়ে খুন ৷

দম্পতিসহ পরিচারিকাকে কুপিয়ে খুন

By

Published : Jul 24, 2019, 11:15 AM IST

তিরুনেলভেলি (তামিলনাড়ু), 24 জুলাই : দম্পতিসহ পরিচারিকাকে কুপিয়ে খুন ৷ তামিলনাড়ুর তিরুনেলভেলির ঘটনা ৷ মৃতদের মধ্যে রয়েছেন DMK-এর প্রাক্তন মেয়র উমা মাহেশ্বরী (61), তাঁর স্বামী মুরুগা শঙ্করন (65) ও বাড়ির পরিচারিকা ৷

তামিলনাড়ুর তিরুনেলভেলিতে মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ৷ 1996-2001 সাল পর্যন্ত তিরুনেলভেলির মেয়র ছিলেন উমা মাহেশ্বরী ৷ পুলিশ জানিয়েছে, দুপুর তিনটে নাগাদ খুন করা হয়েছে এই পরিবারের তিনজনকে ৷

প্রাথমিক তদন্তে অনুমান, সম্পত্তির বিবাদজনিত কারণে তিনজনকে খুন করা হয়েছে ৷ কারণ যথেষ্ট নিরাপত্তা সত্ত্বেও বাড়ির ভিতরে কাচ ভেঙে দিনের আলোয় কী ভাবে কেউ খুন করতে পারে, তা নিয়েই তদন্তের গতিপ্রকৃতি নির্ধারণের চেষ্টা করছে পুলিশ ৷

বাড়ির কাছেই থাকেন দম্পতির মেয়ে ৷ বাবা-মাকে রোজই দেখতে আসতেন তিনি ৷ বাড়ি এসে তিনিই প্রথম মৃতদেহগুলি দেখেন ৷

ABOUT THE AUTHOR

...view details