বেঙ্গালুরু, 4 অগাস্ট : কোরোনায় সংক্রমিত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । আজ নিজেই টুইট করে সংক্রমণের খবর জানান সিদ্দারামাইয়া ।
টুইটারে নিজের কোরোনা সংক্রমণের কথা জানানোর পাশাপাশি প্রত্যেককে সতর্কও করেন তিনি । যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, প্রত্যেককে কোয়ারানটিনে যাওয়ার অনুরোধ করেন। সিদ্দারামাইয়া টুইটারে লেখেন, "আমি কোরোনা পজ়িটিভ । চিকিৎসকের পরামর্শমতো আমি হাসপাতালে ভরতি হয়েছি । যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন , তাঁদের প্রত্যেককে কোয়ারানটিনে যাওয়ার অনুরোধ করছি ।"
তাঁর ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়া জানিয়েছেন, গতকাল সকাল থেকে প্রচণ্ড জ্বর ছিল সিদ্দারামাইয়ার । কাল রাতে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । অ্যান্টিজেন পরীক্ষার পর তাঁর কোরোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে ।