রায়পুর(ছত্তিশগড়) 10 মে : হাসপাতালে ভরতি ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী । গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অতি সংকটজনক । তিনি কোমায় চলে গিয়েছেন বলে, হাসপাতালের তরফে জানানো হয়েছে ।
অজিত যোগীর শারীরিক অবস্থার অবনতি - অজিত যোগী
গতকাল সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভরতি করা হয় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীকে । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক ।
হাসপাতাল সূত্রে খবর, নিজের বাড়িতেই জ্ঞান হারান বছর 74 এর এই নেতা । এরপর গতকাল তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে তাঁর ECG ও পালস স্বাভাবিক থাকলেও শ্বাস-কষ্ট জনিত সমস্যা হচ্ছে । ভেন্টিলেটরের পর্যবেক্ষণে রয়েছেন তিনি । অন্যদিকে, অজিত যোগীর ছেলে অমিত যোগী জানিয়েছেন, গতকাল সকালের খাবার খাওয়ার সময় হঠাৎই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন । সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।
2004 সালে একটি গাড়ি দুর্ঘটনায় দু'টি পা হারিয়েছেন জনতা কংগ্রেস দলের এই নেতা । এরপর হৃদরোগেও আক্রান্ত হন একবার । তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না । 2016 সালে কংগ্রেস থেকে বেরিয়ে আসেন তিনি । তারপর স্ত্রী ও ছেলের উপস্থিতিতে একটি আলাদা দল তৈরি করেন ।