পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পশুখাদ্য কেলেঙ্কারির একটি মামলায় জামিন লালুপ্রসাদের - বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ

পশুখাদ্য কেলেঙ্কারির একটি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব । ঝাড়খণ্ড আদালত চাইবাসা কোষাগার মামলায় জামিন মঞ্জুর করে ।

lalu prasad
lalu prasad

By

Published : Oct 9, 2020, 12:20 PM IST

Updated : Oct 9, 2020, 2:47 PM IST

পটনা, 9 অক্টোবর : পশুখাদ্য কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে একটি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব । কিন্তু আপাতত তাঁকে সংশোধনাগারেই থাকতে হবে ।

ঝাড়খণ্ড আদালত চাইবাসা কোষাগার মামলায় জামিন মঞ্জুর করে । পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা চলছে ।

কিন্তু আপাতত সংশোধনাগারেই থাকতে হবে লালুপ্রসাদকে । কারণ পশুখাদ্য কেলেঙ্কারিতে দুমকা কোষাগার মামলা এখনও চলছে ।

50 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে লালুপ্রসাদকে জামিন দেয় আদালত । 2 লাখ টাকা জমা দিতে বলে । রাঁচির রাজেন্দ্র ইনস্টিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন থাকাকালীন লালুর সমস্ত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট ।

1992-93 সালে অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ । সেইসময় চাইবাসা জেলার সরকারি কোষাগার থেকে 33.67 কোটি টাকা পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । 2018-র জানুয়ারিতে রাঁচির বিশেষ CBI আদালত লালুকে দোষীসাব্যস্ত করে । পাঁচ বছরের কারাদণ্ডের রায় শোনায় আদালত । পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় । এই মামলায় আরও 50 জন দোষীসাব্যস্ত হয় ।

তবে বিহার নির্বাচনের আগে লালুর এই জামিন দলকে বড় স্বস্তি দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । RJD প্রচারে ঝড় তুলতে পারে এই ইশুতে । যদিও তাঁকে এখনও সংশোধানাগারেই থাকতে হবে ।

Last Updated : Oct 9, 2020, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details