গুয়াহাটি, 25 এপ্রিল : প্রয়াত রাজনীতিবিদ দেবানন্দ কোনওয়ার ৷ তাঁর বয়স হয়েছিল 77 ৷ তিনি পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরার রাজ্যপাল হিসেবে কাজ করেছেন ৷ আজ সকালে নিজের বাড়িতে মারা যান তিনি ৷ পরিবার সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ৷
প্রয়াত রাজনীতিবিদ দেবানন্দ কোনওয়ার
মারা গেলেন রাজনীতিবিদ দেবানন্দ কোনওয়ার ৷ তাঁর বয়স হয়েছিল 77 ৷ তিনি পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ছিলেন ৷ আজ সকালে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷
অসমের শিবসাগর জেলায় 1983 সালে জন্মগ্রহণ করেন দেবানন্দ কোনওয়ার ৷ প্রথম জীবনে তিনি গুয়াহাটির প্রাচীন কটন কলেজের ইংরেজি শিক্ষক ছিলেন ৷ এরপর তিনি রাজনীতিতে যোগ দেন ৷ যোগ দেন জাতীয় কংগ্রেস দলে ৷ এরপর 1991 সালে হিতেশ্বর সাইকিয়া মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি অসমের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন ৷ এরপর 2001 সালে তরুণ গগৈয়ের সময়ও তিনি মন্ত্রী ছিলেন ৷ তিনি তিনবারের জন্য শিবসাগর জেলার থাওড়া থেকে প্রতিনিধিত্ব করেন ৷ এরপর 2009 সালে তিনি বিহারের রাজ্যপাল হন ৷ সেই বছরই তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন ৷ এরপর 4 বছর পর তিনি ত্রিপুরার রাজ্যপাল হন ৷
অসমের মুখ্যমন্ত্রী সদানন্দ সোনওয়াল টুইটে লেখেন, " প্রাক্তন রাজনীতিবিদ ও বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল দেবানন্দ কোনওয়ারের প্রয়াণে গভীরভাবে শোকাহত ৷ তাঁর পরিবারের প্রতি আমার শ্রদ্ধা ৷ " দেবানন্দ কোনওয়ারের পরিবারের জানিয়েছেন, মৃতদেহ শেষকৃত্যের জন্য তাঁর গ্রাম নিতাইপুখুরিতে নিয়ে যাওয়া হবে ৷