পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তইমুরের জীবনাবসান - অসমের প্রথম ও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী

তইমুর 1980 সালের 6 ডিসেম্বর থেকে 1981 সালের 30 জুন পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। অসমের ইতিহাসে তিনি একমাত্র মহিলা ও মুসলিম মুখ্যমন্ত্রী ছিলেন।

সৈয়দা আনোয়ারা তৈমুর
সৈয়দা আনোয়ারা তৈমুর

By

Published : Sep 28, 2020, 9:26 PM IST

গুয়াহাটি, 28 সেপ্টেম্বর : অস্ট্রেলিয়ায় প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তইমুর ৷ বয়স হয়েছিল 83 বছর ৷ অসমের একমাত্র মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী গত কয়েক বছর ধরে ছেলের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন ৷

1936 সালের 24 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন ৷ 2018 সালে নাগরিকপঞ্জি খসড়া তালিকার সময় সৈয়দার নাম বাদ যায় ৷ তিনি রাজ্যের নাগরিকপঞ্জিতে নিজের, পরিজনদের নাম তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করার জন্য দেশে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন।

সৈয়দা 1980 সালের 6 ডিসেম্বর থেকে 1981 সালের 30 জুন পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। অসমের ইতিহাসে তিনি একমাত্র মহিলা ও মুসলিম মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর মুখ্যমন্ত্রীর সময়সীমা শেষ হয় যখন রাজ্যে 6 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ৷

1983 থেকে 1985 সাল পর্যন্ত তিনি PWD মন্ত্রী ছিলেন ৷ তিনি জোরহাটের দেবীচরণ বড়ুয়া গার্লস কলেজের ইকোনমিকসের অধ্যাপকও ছিলেন ৷ তিনি অসমের বিধায়ক হন 1972, 1978, 1983 ও 1991 সালে ৷ 1988 সালে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হন ৷ 1991 সালে অসমের কৃষি মন্ত্রী হন সৈয়দা আনোয়ারা তইমুর ৷

তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অনার্স নিয়ে স্নাতক হন। আনোয়ারা 2011 সালে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দিয়েছিলেন।

ABOUT THE AUTHOR

...view details