পশ্চিমবঙ্গ

west bengal

কেউ হারালেন 'বহেনজি', কেউ বা প্রিয় বন্ধু; সুষমার মৃত্যুতে শোকবার্তা আন্তর্জাতিক মহলের

বিদেশমন্ত্রী হিসেবে জনপ্রিয় সুষমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফ্রান্স, রাশিয়া, নেপান, ইরান-সহ বেশ কয়েকটি দেশের প্রধান ও প্রতিনিধিরা ৷

By

Published : Aug 7, 2019, 12:09 PM IST

Published : Aug 7, 2019, 12:09 PM IST

Updated : Aug 7, 2019, 1:44 PM IST

ETV Bharat / bharat

কেউ হারালেন 'বহেনজি', কেউ বা প্রিয় বন্ধু; সুষমার মৃত্যুতে শোকবার্তা আন্তর্জাতিক মহলের

কেউ হারালেন 'বহেনজি', কেউ বা প্রিয় বন্ধু; সুষমার মৃত্যুতে শোকবার্তা আন্তর্জাতিক মহলের

দিল্লি, 7 অগাস্ট: মঙ্গলবার রাতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া । তাঁর প্রয়াণের খবরে শোক প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক মহল । বিদেশমন্ত্রী হিসেবে জনপ্রিয় সুষমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফ্রান্স, রাশিয়া, চিন নেপান, ইরান-সহ বেশ কয়েকটি দেশের প্রধান ও প্রতিনিধিরা ৷

আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিজ কারজ়াই নিজের বোন হারানোর শোকের কথা বলেছেন প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণে ৷ মানুষের প্রতিনিধি সুষমা সুবক্তা ছিলেন, সেকথাও শোকবার্তায় উল্লেখ করেন কারজ়াই ৷ আফগানিস্তানের তরফে সুষমাকে শ্রদ্ধা জানিয়েছেন সালাহউদ্দিন রাব্বানি ৷ নিজের দেশের হয়ে সুষমা দৃঢ় মনোবলের সঙ্গে প্রতিনিধিত্ব করতেন তিনি ৷

বাহরিনের খলিদ আল খলিফাও সুষমাকে নিজের বোন বলে উল্লেখ করেছেন শোকবার্তায় ৷ তাঁর কথায়, ''মাই ডিয়ার সিস্টার ইন্ডিয়া অ্যান্ড বাহরিন উইল মিস ইউ৷"

ফ্রান্সের তরফে 'সুষমা স্বরাজজি'-র অবিস্মরণীয় অবদানের কথা উল্লেখ করা হয়েছে ৷ ভারত-ফ্রান্স সম্পর্ককে অন্য মাত্রা দিয়েছিলেন তিনি, বলা হয়েছে এমনটাই ৷ রাশিয়ার তরফেও নেত্রীর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে ৷ ভারতকে বন্ধু দেশ বলে উল্লেখ করেছেন তারা ৷ চিনের তরফে বলা হয়েছে, ভারত-চিন সুসম্পর্ক বজায় রাখতে সুষমার অবদান মনে রাখার মতো ৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করা হয়েছে ৷

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সুষমার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে লিখেছেন, বরিষ্ঠ নেত্রীর প্রয়াণে নেত্রীর পরিবার ও ভারতের মানুষের প্রতি সমবেদনা জানাই ৷ মালদ্বীপের বিদেশমন্ত্রী নিজের বন্ধুকে হারানোর কথা লিখেছেন সুষমার প্রয়াণে৷ ইজ়রায়েলের তরফেও গভীর শোকপ্রকাশ করা হয়েছে ৷

Last Updated : Aug 7, 2019, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details