পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৪ নিরাপত্তারক্ষী - Kashmir Encounter

কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ। নিকেশ ২ জঙ্গি। শহিদ হয়েছেন ৪ নিরাপত্তারক্ষী। আহত হয়েছেন আরও ৪ জন।

ফাইল ফোটো

By

Published : Mar 1, 2019, 8:53 PM IST

শ্রীনগর, ১ মার্চ : কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ। নিকেশ ২ জঙ্গি। শহিদ হয়েছেন ৪ নিরাপত্তারক্ষী। আহত হয়েছেন আরও ৪ জন।

কুপওয়ারার ক্রালগুন্দের লঙ্গেট গ্রামে গুলির লড়াই চলার সময় CRPF-র এক ইনস্পেকটর, এক জওয়ান ও দুই পুলিশকর্মীর মৃত্যু হয়।

সূত্রের খবর, তল্লাশি অভিযান চালানোর সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এই সংঘর্ষে নিকেশ হয় দুই জঙ্গি। এই মুহূর্তে গুলির লড়াই থেমে গেছে। তবে এলাকায় এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

গতকাল এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পায় জওয়ানরা। এরপরই অভিযান চালানো হয়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details