দিল্লি, 14 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মধ্যেই আজ থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে । কোরোনা সংসদের পুরনো বেশ কিছু নিয়ম বদলাতে বাধ্য করেছে । যেমন, এই প্রথমবার অধিবেশন চলাকালীন লোকসভার কিছু সদস্য রাজ্যসভার চেম্বারে গিয়ে বসলেন ।
আজ লোকসভায় স্পিকার ওম বিড়লা বলেন, নিয়ম কানুন কিছুটা সহজ করা হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকসভার সদস্যদের উচ্চ কক্ষে এবং রাজ্যসভার সদস্যদের নিম্ন কক্ষের আসনে বসার অনুমতি দেওয়া হয়েছে । এছাড়া এই প্রথমবার, সাংসদরা উপস্থিতি নিবন্ধন' অ্যাপের মাধ্যমে অ্যাটেনডেন্স দেন । স্পিকার আরও জানিয়ে দেন, এবছরের অধিবেশনে সাংসদরা নিজেদের আসনে বসেই বক্তব্য রাখতে পারবেন । অনেকেরই বসে কথা বলতে অসুবিধে হলেও সংক্রমণ ঠেকাতে এই নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়ে দেন তিনি ।