পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 14, 2020, 7:26 PM IST

ETV Bharat / bharat

মনোনয়ন জমা তেজস্বী যাদবের

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এবারের ভোটে NDA বিরোধী জোটই সরকার গড়বে ।"

tejashwi yadav
tejashwi yadav

বৈশালী (বিহার), 14 অক্টোবর : বিহার বিধানসভা নির্বাচনের জন্য আজ মনোনয়ন জমা দিলেন লালুপুত্র তেজস্বী যাদব । বৈশালীর রাঘোপুর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা করেন তিনি ।

2015 সালে এই রাঘোপুর কেন্দ্র থেকেই প্রথমবার লড়ে উপ মুখ্যমন্ত্রী হয়েছিলেন তেজস্বী । তখন তাঁর দল RJD-এর জোটসঙ্গী ছিল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের JD(U) । RJD- JD(U) জোট ভাঙার পর নীতীশ কুমার এখন NDA-এর অন্যতম বড় শরিক । এবারের নির্বাচনে তেজস্বীর লড়াই BJP-র সতীশ কুমারের বিরুদ্ধে । এই সতীশ কুমার 2010 সালের বিধানসভা নির্বাচনে রাবড়ি দেবীকে হারিয়েছিলেন ।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তেজস্বীর সঙ্গে ছিলেন দাদা তেজ প্রতাপ যাদব । মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এবারের ভোটে NDA বিরোধী জোটই সরকার গড়বে ।" বিহারের জন্য স্পেশাল স্ট্যাটাস আনতে ব্যর্থ নীতীশ কুমারকে কটাক্ষ করে বলেন, "বেচারা মুখ্যমন্ত্রী ।"

30 বছর বয়সি তেজস্বী যাদবই এবার বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ।

ABOUT THE AUTHOR

...view details