মুম্বই, 18 জানুয়ারি : হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের DSP দভিন্দর সিংয়ের গ্রেপ্তারি পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল শিবসেনা ।
দভিন্দরের গ্রেপ্তারি নিয়ে শিবসেনার মুখপত্র সামনায় আজ লেখা হয়েছে, ''কাশ্মীরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ চলছে । কাশ্মীরে থাকা পাকিস্তানি জঙ্গিদের কাঁটাতার পেরোতে সাহায্য করছে পুলিশ । রবিবার এমন অভিযোগেই হিজবুল জঙ্গিদের সঙ্গে ধরা পড়ে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জম্মু ও কাশ্মীর পুলিশের DSP দভিন্দর সিং । তার মানে সরকার কাশ্মীরে পুলিশকে অন্য কাজে ব্যবহার করছে । যদি পুলওয়ামার মতো ঘটনার সঙ্গে জড়িত কেউ ধরা পড়ে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী বলবে ।''
12 জানুয়ারি দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয় পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে । শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যান্টি-হাইজ্যাকিং স্কয়্যাডে নিযুক্ত ছিল সে ।NIA সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য দভিন্দরকে আজই নিয়ে আসা হতে পারে দিল্লিতে ।