হায়দরাবাদ , 27 জুলাই : যত দিন যাচ্ছে দেশে কোরোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । তেলাঙ্গানাতে চলতি মাসের 1 থেকে 25 তারিখ পর্যন্ত নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 37 হাজার 720 জন । পরিসংখ্যান বলছে, আক্রান্তের হার এতটাই বেড়েছে যে রাজ্যে প্রতি মিনিটে গড়ে একজন করে কোরোনায় আক্রান্ত হচ্ছেন ।
বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে । শুধুমাত্র গ্রেটার হায়দরাবাদ নয়, আক্রান্ত হচ্ছেন রাজ্যের অন্য জেলার মানুষও । মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নির্দেশিকা জারি করেছেন , সরকারি আধিকারিকদের অবিলম্বে জেলাগুলিতে সফর করতে হবে এবং স্থানীয়দের সাহায্য করতে হবে । বর্তমানে তেলাঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ইটেলা রাজেন্দ্র কোরোনা প্রতিরোধে রাজ্যের জেলাগুলিতে সফর করছেন ।
স্বাস্থ্যমন্ত্রী গতকাল কামারেড্ডি ও নিজ়ামাবাদ জেলায় স্বাস্থ্যব্যবস্থা খতিয়ে দেখেছেন । যদিও গ্রেটার হায়দরাবাদ ও তার আশপাশের জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা একটু হলেও কমেছে । কিন্তু অন্য জেলায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । যেমন ওয়ারেঙ্গেলে প্রতিদিন প্রায় 100 জনেরও বেশি কোরোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন । সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে করিমনগর , নালগণ্ডা , নিজ়ামাবাদে । তবে স্বস্তির খবর গ্রামগুলিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা খুব বেশি বাড়ছে না ।