দিল্লি, 22 জুন : কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধির আক্রমণের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি যোগীর উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, উত্তরপ্রদেশে ক্রমাগত বাড়ছে কৃষক, বেকারদের আত্মহত্যা । তাই মুখ্যমন্ত্রীর উচিত নিজের প্রচারের চেয়ে রাজ্যের বিষয়গুলিতে মনোনিবেশ করা ।
প্রচারের পরিবর্তে সমস্যা সমাধানে মনোনিবেশ করুন : যোগীর উদ্দেশে টুইট প্রিয়াঙ্কার - Yogi Adityanath
যোগীকে লক্ষ্য করে টুইট প্রিয়াঙ্কা গান্ধির ৷ প্রচারের পরিবর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাজের দিকে মনোনিবেশ কার উচিত বলে টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধি ৷
![প্রচারের পরিবর্তে সমস্যা সমাধানে মনোনিবেশ করুন : যোগীর উদ্দেশে টুইট প্রিয়াঙ্কার ছবি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:33:48:1592813028-7719823-301-7719823-1592812014092.jpg)
ছবি
আজ টুইট করেন প্রিয়াঙ্কা ৷ সেখানে লেখেন, "যোগী আদিত্যনাথ রাজ্যের যুবকদের লাখ লাখ কর্মসংস্থান দেওয়ার দাবি করছেন । অথচ লকডাউন চলাকালীন চাকরি হারিয়ে এক যুবক কানপুরে আত্মহত্যা করেছেন । সরকারের উচিত প্রচারের পরিবর্তে এই বিষয়গুলির সমাধানে আরও মনোনিবেশ করা । "
কংগ্রেসের সাধারণ সম্পাদক গত কয়েক মাস ধরে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করেছেন। লকডাউন চলাকালীন সেই রাজ্যের বেকারদের চাকরির বিষয়টি তিনি তুলে ধরছেন।