পটনা, 24 জুলাই : বিহারে খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি । বাড়ছে একাধিক নদীর জলস্তর । ক্ষতিগ্রস্ত 10টি জেলা । বন্যার জেরে 7.65 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ।
বিহার বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 7.65 লাখের বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত । গতকাল পর্যন্ত সংখ্যাটি ছিল পাঁচ লাখের নিচে । নেপাল সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে একটানা বৃষ্টি হচ্ছে । পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, সীতামারি, শেহওর, সুপল, কিষাণগঞ্জ, দ্বারভাঙা, মুজ়ফ্ফরপুর, খগরিয়া এবং গোপালগঞ্জে ভারী বৃষ্টি হচ্ছে । ফলে বাড়ছে একাধিক নদীর জলস্তর ।
826টি পঞ্চায়েত এলাকা বন্যায় বিপর্যস্ত । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 13টি দল উদ্ধারের কাজ করছে । উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আটটি দল । জলমগ্ন এলাকাগুলি থেকে 36 হাজার 448 জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ।
28টি শরণার্থী শিবিরে প্রায় 14 হাজার মানুষ আশ্রয় নিয়েছে । 192টি কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে । প্রায় 80 হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে । রাজ্য পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী প্রমোদ কুমার স্থানীয় নেতাদের সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন । সঙ্গে ছিলেন ডেপুটি কালেক্টর মেঘা কাশ্যপও । প্রমোদ কুমার জানান, প্রত্যেকে 6 হাজার টাকা পাবেন ।
অরেরাজ, সংগ্রামপুর এবং কেশরিয়া এলাকার গ্রামগুলির প্রায় 78,717 মানুষ ক্ষতিগ্রস্ত । মুজ়ফ্ফরপুরের বাসিন্দারা 57 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান । অভিযোগ, তাঁদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দিতে ব্যর্থ প্রশাসন । এরপর প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থানে যান । তাঁদের আশ্বাসেঅবরোধ তুলে নেন স্থানীয়রা ।