পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নামছে জল, অসমে বন্যা পরিস্থিতির উন্নতি - Flood situation improves in Assam

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে ৷ তবে এখনও 17টি জেলার লাখো মানুষের জীবন বিপর্যস্ত ৷

নামছে বন্যার জল, মৃত আরও এক; অসমের পরিস্থিতির কিছুটা উন্নতি
নামছে বন্যার জল, মৃত আরও এক; অসমের পরিস্থিতির কিছুটা উন্নতি

By

Published : Aug 4, 2020, 10:09 AM IST

গুয়াহাটি, 4 অগাস্ট : ধীরে ধীরে নামছে বন্যার জল ৷ অসমের বন্যায় যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিছুটা হলেও তার উন্নতি হচ্ছে ৷ সোমবার রাজ্যের বেশ কিছু এলাকা থেকে জল নেমেছে ৷ যদিও এখনও 17টি জেলার 3.89 লাখ মানুষের জীবন বিপর্যস্ত ৷

অসম রাজ্য বির্পযয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 494টি গ্রাম ও 32,028.83 হেক্টর এলাকা জলের তলায় রয়েছে ৷ তার মধ্যে গোয়ালপাড়া জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ ৷ গোয়ালপাড়া জেলার 1.73 লাখ মানুষ বন্যায় ঘরবাড়ি হারিয়ে পথে বসেছেন ৷ জেলার অধিকাংশ এলাকা এখন জলের তলায় ৷ তারপরই রয়েছে বনগাইগাঁও জেলা ৷ সেখানকার 49 হাজার 800 জন মানুষ বন্যায় বিপর্যস্ত ৷ মোরিগাঁও জেলায় ক্ষতিগ্রস্ত 48 হাজার 100 জন ৷ ASDMA জানিয়েছে, 9টি জেলায় 39টি ত্রাণ শিবির চলছে ৷ সর্বহারা 7 হাজার 181 জন মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন ৷ ধুবরি টাউন, জোরহাটের নিমতাঘাট এবং তেজপুরের সোনিতপুর জেলায় ব্রহ্মপুত্র নদীর জল বিপদসীমার উপর বইছে ৷ চিরাং, বরপেটা, কোকরাজহার জেলার বেশিরভাগ পথঘাট জলে ডুবে রয়েছে ৷

যদিও সোমবার অসমের বন্যা প্রাণ কেড়েছে আরও একজনের ৷ বনগাইগাঁও জেলার মানিকপুর এলাকায় জলের তোড়ে ভেসে যান এক ব্যক্তি ৷ এই নিয়ে অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 136 ৷ তার মধ্যে বন্যার কারণে 110 জন ও ধসের কবলে পড়ে 26 জনের মৃত্যু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details