পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিন্তায় আছি, কিন্তু কাজ সবার আগে; দায়িত্বে ফিরে বললেন বিমান সেবিকা - Flight Attendants on resume of Domestic Flight operstion

অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ বাদে আজ থেকে সমগ্র দেশে চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । তাই যাত্রীদের পাশাপাশি সকাল থেকে বিমানবন্দরে হাজির হয়েছেন বিমান সেবিকারাও । তাঁরা আজ কাজে যোগ দিয়েছেন ।

Delhi Airport
দিল্লি বিমাবন্দরে

By

Published : May 25, 2020, 10:59 AM IST

দিল্লি, 25 মে : আজ থেকে চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। তাই দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে সকাল থেকে ভিড় দেখা যায় যাত্রীদের । তাঁদের পাশাপাশি সকাল থেকে বিমানবন্দরে হাজির হন বিমান সেবিকারাও । তাঁরা আজ কাজে যোগ দিয়েছেন ।

আমনদীপ কৌর নামে এক বিমান সেবিকা বলেন, "আমরা সামান্য চিন্তায় আছি । কিন্তু কাজ সবার আগে । আমরা বিমান সংস্থা থেকে দেওয়া PPE কিট ব্যবহার করব । " আর এক বিমান সেবিকা জানান, কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে এখন থেকে বিমানে যাত্রীদের সঙ্গে কম কথা বলবেন তাঁরা । বিমান পরিষেবা চালু হওয়ায় বিমানবন্দরে বিভিন্ন খাবারের দোকানও খুলেছে ।

অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ বাদে আজ থেকে দেশের সর্বত্র বিমান পরিষেবা চালু হয়েছে । 25 মার্চ লকডাউন চালু হওয়ার পর থেকে অন্তর্দেশীয় বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছিল । অবশেষে দীর্ঘ দুই মাস পর ফের সেই পরিষেবা চালু হল ।

অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর(SOP) জারি করা হয় । সেই অনুযায়ী, সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে বিমানে যাত্রীদের বসার জায়গার ব্যবস্থা করতে হবে । প্রত্যেক যাত্রীর ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে । ভিড় এড়াতে চেক-ইন করার বিকল্প কাউন্টার রাখতে হবে । বিমানবন্দরের কর্মীদের PPE কিট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার দিতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details