পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির বাসভবনে আনা হল রামবিলাসের মৃতদেহ, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - প্রয়াত রামবিলাস পসওয়ান

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী তথা লোক জনশক্তি দলের নেতা ছিলেন রামবিলাস পাসওয়ান । গতকাল দিল্লির AIIMS-এ তাঁর মৃত্যু হয় । তাঁকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ভবন ও সংসদে জাতীয় পতাকা আজ অর্ধনমিত রাখা হয়েছে ।

demise of Ram Vilas Paswan
demise of Ram Vilas Paswan

By

Published : Oct 9, 2020, 10:18 AM IST

Updated : Oct 9, 2020, 10:59 AM IST

দিল্লি, 9 অক্টোবর : দিল্লির বাসভবনে নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের মরদেহ । তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । রামবিলাসকে শ্রদ্ধা জানিয়ে আজ রাষ্ট্রপতিভবন এবং সংসদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে ।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী তথা লোক জনশক্তি দলের নেতা ছিলেন রামবিলাস পাসওয়ান । গতকাল দিল্লির AIIMS-এ তাঁর মৃত্যু হয় । বয়স হয়েছিল 74 বছর । তাঁর ছেলে মৃত্যুর খবর জানান । বিগত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই নেতা । সম্প্রতি দিল্লির এক হাসপাতালে হার্ট সার্জারিও হয়েছিল তাঁর ।

দিল্লির বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ

দেশের অন্যতম দলিত নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি । বিগত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । ছেলে চিরাগ পাসওয়ান বাবার মৃত্যুর পর টুইটে লেখেন, "বাবা, তুমি এখন আর এই জগতে নেই । কিন্তু আমি জানি, তুমি যেখানেই থাকো, আমার সঙ্গে আছো । তোমাকে মিস করব বাবা... "

শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতির

কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করে তিনটি টুইট করেন প্রধানমন্ত্রী । লেখেন, "শোক প্রকাশ করার ভাষা নেই । আমার এক বন্ধু, এক সহকর্মীকে হারালাম । গরিবরা যাতে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারে, তা নিশ্চিত করেছিলেন তিনি ।"

আজ সকালে রামবিলাসের মরদেহ হাসপাতাল থেকে তাঁর দিল্লির বাসভবনে আনা হয়েছে । সেখানে তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ।

সংসদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে
Last Updated : Oct 9, 2020, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details