ব্যাঙ্গালুরু, 6 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ৷ তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল কর্নাটক সরকার ৷ প্রায় 1600 কোটি টাকার ত্রাণ প্রকল্প ঘোষণা করল বিএস ইয়েদুরাপ্পা সরকার ৷ এতে কৃষক, মালি, ছোটো ও মাঝারি ব্যবসায়ীরা, তাঁতি, ধোপা, নাপিত এবং অটো ও ট্যাক্সি চালকেরা উপকৃত হবেন ৷
এই ত্রাণ প্রকল্পে ফুল চাষিরা প্রতি হেক্টর পিছু ক্ষতিপূরণস্বরূপ 25 হাজার টাকা পাবেন ৷ ধোপা, নাপিত এবং অটো ও ট্যাক্সি চালকেরা পাবেন এককালীন পাঁচ হাজার টাকা ৷ ইতিমধ্যেই নির্মাণকর্মীরা দু হাজার টাকা করে পেয়েছেন ৷ এই প্রকল্পের আওতায় তাঁরা তিন হাজার টাকা করে পাবেন ৷ তাঁতিদের ব্যাঙ্কের খাতাতেও যোগ হবে দুহাজার টাকা ৷ ছোটো ও মাঝারি ব্যবসায়ীদের দুমাসের জন্য বিদ্যুতের বিল ছাড় দেওয়া হল ৷