পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাকের ধাক্কায় কানপুরে মৃত 5 - কানপুরের ভোগানীপুর কোতয়ালী এলাকার মাওয়ার গ্রাম

দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক সাইকেল চালককে পিষে দেয় । তারপর বাইক আরোহী এক দম্পতি ও তাঁদের দুই সন্তানকে ধাক্কা মারে । ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয় ।

five person died in road accident in kanpur
উত্তরপ্রদেশে প্রাণ কাড়ল 5 জনের

By

Published : Dec 18, 2019, 8:18 PM IST

Updated : Dec 18, 2019, 8:52 PM IST

উত্তরপ্রদেশ, 18 ডিসেম্বর : উত্তরপ্রদেশের কানপুরে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল 5 জনের । ট্রাকের ধাক্কায় একই পরিবারের 4 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে 2টি শিশু রয়েছে । কানপুরের ভোগানিপুর কোতয়ালি এলাকার মাওয়ার গ্রামের কাছে জাতীয় সড়কে আজ বিকেলে এই দুর্ঘটনা ঘটে ।

দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক সাইকেল চালককে পিষে দেয় । তারপর বাইক আরোহী এক দম্পতি ও তাঁদের দুই সন্তানকে ধাক্কা মারে । ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয় ।

উত্তরপ্রদেশে প্রাণ কাড়ল 5 জনের

দুর্ঘঠনার পরেই গাড়ির চালক ও খালাসি পলাতক । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছায় । মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠান হয়েছে ।

Last Updated : Dec 18, 2019, 8:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details