রায়পুর, 24 অগাস্ট : ছত্তিশগড়ের নারায়ণপুরের অবুঝমাড় জঙ্গলে পাঁচ মাওবাদীকে খতম করল নিরাপত্তাবাহিনী । ঘটনায় জখম হয়েছেন দুই নিরাপত্তারক্ষীও । জখমদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে রায়পুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাস্থান থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ।
ছত্তিশগড়ে খতম 5 মাওবাদী - छत्तीसगढ़
ছত্তিশগড়ের জঙ্গলে পাঁচ মাওবাদীকে খতম করল নিরাপত্তাবাহিনী । ঘটনায় জখম হয়েছেন দুই নিরাপত্তারক্ষীও ।
আজ গোপন সূত্রে মাওবাদী উপস্থিতির খবর পেয়ে অবুঝমাড় জঙ্গলটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে DRG-র (ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড) একটি দল । সেই সময় জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা । পালটা জবাব দেন জওয়ানরা । খতম হয় পাঁচ মাওবাদী । এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে । এখনও জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চলছে ।
ঘটনা প্রসঙ্গে ছত্তিশগড় পুলিশের DGP ডি এম অবস্থি বলেন, "আজ ভোর 6টা নাগাদ এই অভিযান শুরু হয় । এলাকার ওরছা পুলিশ স্টেশন থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত ধুববেড়া গ্রামের পাশে গুলি বিনিময় হয় । ঘটনাস্থান থেকে পাঁচ মাওবাদীর দেহ উদ্ধার করেছে DRG । প্রায় দেড় ঘণ্টা ধরে এই গুলি বিনিময় চলে ।"